সিলেট

সিলেট সিটি নির্বাচনে ৫ মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল

টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হওয়া ৫ জনই স্বতন্ত্র মেয়র প্রার্থী।

বৃহস্পতিবার সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশ্ববর্তী জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বাতিল হওয়ার তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির।

মনোনয়ন বাতিল হওয়া মেয়রপ্রার্থীরা হলেন- সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির জানান, সম্পদের হিসেবে গড়মিল, আয়কর রিটার্ন দাখিলের কাগজ জমা না দেয়া, মনোনয়নপত্রের সাথে সমর্থক হিসেবে দেয়া ব্যক্তিদের নামের সাথে ভোটার তালিকার মিল না থাকাসহ কয়েকটি কারণে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা আগামী তিন দিনের মধ্যে এ ব্যাপারে আপিল করতে পারবেন।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়পত্র জমা দেন। এদের মধ্যে বাছাইকালে ৬ জনের মনোনয়ন বৈধ হয়। বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমন।

সকালে মেয়র পদের প্রার্থীতে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে দুপুর থেতকে কাউন্সিলর প্রার্থীদের বাছাই শুরু হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেটে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। আর ২১ জুন ইভিএমে ভোটগ্রহণ হবে।

Back to top button
error: Alert: Content is protected !!