চেয়ারম্যান দেলওয়ারের তত্বাবধানে লাউতার ২০০ পরিবারকে ভালোবাসা উপহার দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এনামুল

বিয়ানীবাজার টাইমসঃ নীরবে নিভৃতে সহযোগীতা করেন সব সময়। অবহেলিত, অসহায় প্রত্যেকেই তার কাছে সহযোগীতা পায়। মানুষের জন্য বিলিয়ে দিতে পারলেই যেন তিনি শান্তি খুজে পান। বলছিলাম আমেরিকা প্রবাসী এনামুল হকের কথা। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাউরভাগ এলাকায়।
অল্প কয়েক দিনের জন্য দেশে এসে এবারও নিজ ইউনিয়নের অসহায় মানুষের প্রতি বাড়ালেন সহযোগীতার হাত। বুধবার ১১ নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের তত্বাবধানে যুক্তরাষ্ট্র প্রবাসী এনামুল হকের পক্ষ থেকে ইউনিয়নের প্রায় ২০০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা ভালোবাসার উপহার প্রদান করেন তিনি। এনামুল হক জানান অসহায় মানুষের জন্য কাজ করে শান্তি খুজে পান তিনি। সুযোগ পেলেই চেষ্টা করেন মানুষের পাশে দাড়ানোর
প্রবাসী এনামুল হকের এমন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং সাংবাদিক তোফায়েল আহমদ। তারা জানান, এনামুল হক নিভৃতে সহযোগীতা করে যান অসহায় মানুষকে। প্রচারবিমুখী এনাম থাকতে চান মানুষের হৃদয়ে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষকে আকর্ষনীয় সুন্দর ডেকোরেশন করে দেয়ার জন্য ও এনামুল হককে ধন্যবাদ জানান তারা।
ইউপি সদস্য আমিনুল ইসলামের সঞ্চালনায় শুরু হওয়া ভালোবাসার উপহার অর্থপ্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক তোফায়েল আহমদ, ইউপি সদস্য সাদিকুর রহমান খান, ইউপি সদস্য হাজী মনজীর আলী এবং ইউপি সদস্য আহমদ হোসেন স্বপন, ইউপি সদস্য আব্দুল লতিফ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান কবির আহমদ, ইউপি সদস্য আজমিল আলী কালু, আফসার আহমদ, ইসলাম উদ্দিন, মহিলা সদস্যাবৃন্দ, লাউতা ইউনিয়ন বিএনপি নেতা সুহেল আহমদসহ আরো অনেকেই।
এ সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এনামুল হককে একটি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
নগদ অর্থ প্রদান অনুষ্ঠান শেষে প্রবাসী এনামুল পরিদর্শন করেন বারইগ্রাম কেন্দ্রিয় জামে মসজিদের নির্মানাধীন নতুন ভবন। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকেও তাকে একটি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। মসজিদের ছাদ ডালাইসহ বিভিন্ন কাজে সহযোগীতা করে আসছেন তিনি।
এনামুল হক করোনাকালীন সময় এবং স্মরন কালের ভয়াবহ বন্যায় ও সহযোগীতা করেছিলেন অসহায় মানুষকে। পাশাপাশি তিনি সহযোগীতা করে আসছেন মসজিদ এবং সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কাজে।