খেলাধুলা

প্রথমবারের মতো ওয়ানডেতে ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ

এবার পুরো সিরিজ জুড়েই বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণই করেছে আয়ারল্যান্ড দল। সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে গেছে স্বাগতিক বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেয়া ১০২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে বিনা উইকেটে ১০২ রান করে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

এছাড়া ১০ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি একটা রেকর্ডও গড়েছে টাইগাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছোতে পেরেছে টাইগাররা। এর আগে, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বলে ১০১ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড।

যেখানে সর্বোচ্চ ৩৬ রান এসেছিল ক্যাম্পারের ব্যাট থেকে। জবাবে তামিম-লিটনের ঝড়ো ব্যাটিংয়ে ১৩ ওভার ১ বলে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নির্ভার ছিল বাংলাদেশ। যার ছাপ দেখা গেছে তাদের ব্যাটিংয়েও। পুরো সিরিজ জুড়ে রান খরায় ভুগতে থাকা তামিম ইকবাল এদিন ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন।

অপর প্রান্তে লিটন দাসও দুর্দান্ত শুরু করেন। এই ওপেনারও চার হাঁকিয়ে ইনিংস শুরু করেন। রেকর্ড গড়া এই ম্যাচে বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার হাসান। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন তাসকিন।

Back to top button
error: Alert: Content is protected !!