প্রবাস
স্পেনে আ’ট’ক পাঁচ বাংলাদেশিকে মুক্তির অনুরোধ

স্পেনে কারাগারে আ’ট’ক পাঁচ বাংলাদেশির মুক্তি ত্বরান্বিত করতে দেশটির সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ। মাদ্রিদে বাংলাদেশের দূতাবাস থেকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে।
দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্ম’দ সারওয়ার মাহমুদ জানান, স্পেনের গালিসিয়া প্রদেশে আ’ট’ক বাংলাদেশিদের আম’রা সহায়তা দিচ্ছি। এই বিপদের সময়ে মানসিক সহায়তা দেওয়ার জন্য আম’রা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। অনেক সময়ে আমাদের লোক গিয়ে তাদের বাংলাদেশি খাবারও পৌঁছে দিয়ে আসছে। তাদের আম’রা আইনি সহায়তা দেওয়ার জন্য যা করা দরকার, সেটি করছি।
উল্লেখ্য, আ’ট’ক ৫ বাংলাদেশি পানামা’র একটি জাহাজে নাবিক হিসেবে কর্ম’রত ছিলেন। ওই জাহাজটি গত বছরের মাঝামাঝি স্পেনে নোঙর করাকালে মা’দক পণ্য পাওয়া যায়। তখন স’ন্দেহভাজন হিসেবে এই ৫ জনকে গ্রে’প্তার করা হয়।